Friday, 24 November 2017

WBCS 2018 CURRENT AFFAIRS PART 5







প্রিয় বন্ধু ,
 আমরা আজ WBCS ২০১৮ এর  প্রিলিমিনারিমাইন্  পরীক্ষার জন্য কিছু সাম্প্র্রতিক ঘটনার প্রশ্ন উত্তর আপনাদরে কাছে তুলে ধরলাম , এগুলিতে যদি আপনাদের উপকার হয় তাহলে আমাদের খুবই  ভালো লাগবে।    



১। কে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার ২017 জিতেছেন ? 

উত্তরঃ-             ইসরায়েলি লেখক ডেভিড গ্রসম্যান তার বই  'অ হর্স ওয়াক্স ইনট এ এ বারএর জন্য 
ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার ২017 জিতেছেন 





২।  কে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রাম (এম.জি.এন.আর.জি.পি) জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ?



উত্তরঃ-             দক্ষিণ-মধ্য বিহারের নালন্দা জেলার কর্তৃপক্ষ কর্তৃক জল সংরক্ষণের একটি মডেল সফলভাবে গৃহীত হয়েছে, এটি গ্রামাঞ্চলের মন্ত্রণালয় 
কর্তৃক মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রাম (এম.জি.এন.আর.জি.পি) জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। 





৩।  কাকে লভী কালিং সাহিত্য পুরস্কার প্রদান করা হয়?

উত্তরঃ-             কলিং সাহিত্য উৎসব (কেএলএএফ) চতুর্থ সংস্করণে সাহিত্যে তাঁর রচনা এবং অবদানের জন্য প্রখ্যাত কবি ও প্রবন্ধক হারপসাদ দাসকে লভী কালিং সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।






 ৪। কাকে আন্তর্জাতিক আইকন হিসেবে  দাদাসাহেব ফালকে একাডেমি পুরস্কার প্রদান করা হবে?

উত্তরঃ-             অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়াকে আন্তর্জাতিক আইকন হিসেবে  দাদাসাহেব ফালকে একাডেমি পুরস্কার প্রদান করা হবে। একটি অনুষ্ঠানের আয়োজক 'আন্তর্জাতিকভাবে প্রশংসিত অভিনেত্রীবিভাগে স্টারকে পুরস্কার প্রদান করা হবে।






৫। এসএন স্কুল অফ আর্টস অ্যান্ড কমিউনিকেশনহায়দরাবাদ বিশ্ববিদ্যালয় (ইউওএইচ) আর তরফ থেকে কাকে  ২০১৬ সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে?

উত্তরঃ-             থিয়েটার আর্টস বিভাগের অধ্যাপক সত্যবতী রাওয়াতএসএন স্কুল অফ আর্টস অ্যান্ড কমিউনিকেশনহায়দরাবাদ বিশ্ববিদ্যালয় (ইউওএইচ) AR TOOF ২০১৬ সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে।












৬। ভারতের কাকে সম্প্রতি মেলবোর্ন  ক্রিকেট ক্লাব (এমসিসি) দ্বারা সম্মানসূচক জীবন সদস্যপদ প্রদান করা হয় 


উত্তরঃ-             ভিভিএস লক্ষ্মণকে মেলবোর্ন  ক্রিকেট ক্লাব (এমসিসি) দ্বারা সম্মানসূচক জীবন সদস্যপদ প্রদান করা হয় 




৭। 54 তম ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2017 বিজয়ীর শিরোপা কে পেয়েছেন ? 
উত্তরঃ-             54 তম ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2017 বিজয়ী হরিয়ানা থেকে মনুষ্যি চিলার, প্রথম রানার আপ জম্মু ও কাশ্মীর থেকে সানা দুয়া এবং দ্বিতীয় রানার আপ বিহার থেকে প্রিয়াঙ্কা কুমারি।





৮। ভারতের কোন ছবি হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা  চলচ্চিত্রটি জিতেছে

উত্তরঃ-             বলিউডের চলচ্চিত্র "নিউটন" হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রটি জিতেছে। ছবিটির প্রধান অভিনেতা রাজ কুমার রাও





৯। ২০১৭ গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (GHI) প্রতিবেদন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (IFPRI) দ্বারা প্রকাশ করা হয় এতে ভারতের রাঙ্ক কত ?
 


 উত্তরঃ-             গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) স্কোর, 119 টি উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারত 100 তম স্থানে অবস্থান করে। ভারত  2016 সালে  97th স্থান অর্জন করেছিল । প্রতিবেদন ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (IFPRI) দ্বারা ১২ অক্টোবর ২০১৭ সালে  প্রকাশিত হয় ।




১০।  ১০ অক্টোবর ২০১৭ ফেসবুক ভারত ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক   তার পদত্যাগ ঘোষণা তাঁর  নাম কি?

উত্তরঃ-             ফেসবুকের ভারত ও দক্ষিণ এশিয়ায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উমেন্ বেদি ঘোষণা করেছেন  যে তিনি পদত্যাগ করবেন ।

0 comments: