Tuesday, 31 October 2017

Geographical identity of India --- ভারতের ভৌগোলিক পরিচিতি



প্রশ্নঃ-   ভারতীয় উপমহাদেশ কোন কোন  পাতের  উপর অবস্থিত?

উত্তরঃ- ভারতীয় উপমহাদেশের সিংহভাগ নিয়ে গঠিত ভারতীয় ভূখণ্ডটি ভারতীয় টেকটোনিক পাত ও ইন্দো-অস্ট্রেলীয় পাতের মধ্যস্থিত একটি গৌণ পাতের উপর অবস্থিত।



 প্রশ্নঃ-  ভারতের  মোট আয়তন কত ?


 উত্তরঃ- ভারতের  মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।




 প্রশ্নঃ-   ভারতীয় উপকূলরেখার দৈর্ঘ্য কত ?

উত্তরঃ- ভারতীয় উপকূলরেখার দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)। এর মধ্যে ৫,৪২৩ কিলোমিটার (৩,৩৭০ মাইল) ভারতীয় উপদ্বীপের এবং ২,০৯৪ কিলোমিটার (১,৩০১ মাইল) আন্দামান, নিকোবর ও লাক্ষাদ্বীপের অন্তর্গত।




প্রশ্নঃ- আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ-  
আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম।





প্রশ্নঃ-কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে(Indian Standard Time) নির্দেশ করেছে ?


উত্তরঃ- ৮২.° পূর্ব দ্রাঘিমারেখা ভারতের প্রমাণ সময়কে(Indian Standard Time) নির্দেশ করেছে।



প্রশ্নঃ- জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তরঃ- জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়।




  প্রশ্নঃ-     বর্তমানে ভারত ক টি রাজ্য ও কটি  কেন্দ্রশাসিত অঞ্চল  আছে ?

উত্তরঃ- বর্তমানে ভারত ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল  আছে। 




প্রশ্নঃ- ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (Indian Standard Time)  হিসাবে ধরা হয় ?

উত্তরঃ- এলাহাবাদ।




প্রশ্নঃ- ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি কি কি ?


উত্তরঃ-   ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়া অবস্থিত। এ ছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র।





প্রশ্নঃ- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?


উত্তরঃ-  মালদ্বীপ।





প্রশ্নঃ-  ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?

উত্তরঃ-  চীন। 




প্রশ্নঃ-  ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?


উত্তরঃ- আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ।





প্রশ্নঃ-  ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্ টি ?


উত্তরঃ-  লাক্ষাদীপ।




প্রশ্নঃ- ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?


উত্তরঃ-  ১৯৫৬ সালে।






প্রশ্নঃ- ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোন্ টি ?


উত্তরঃ-  সিকিম।


প্রশ্নঃ-  ভারতের দীর্ঘতম নদীটির  নাম কি ?

 উত্তরঃ- গঙ্গা ভারতের দীর্ঘতম নদী।






প্রশ্নঃ-  ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ? [ ২০১১ জনগণনা অনুযায়ী ]


উত্তরঃ-  বিহার।





প্রশ্নঃ- . ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি ?


উত্তরঃ-  গডউইন অস্টিন K2.




প্রশ্নঃ-  পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?


উত্তরঃ-  আরাবল্লী।






প্রশ্নঃ- ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?


উত্তরঃ- কাঞ্চনজঙ্ঘা।





প্রশ্নঃ- ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?


উত্তরঃ-  সিয়াচেন।



প্রশ্নঃ-  
ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
Ans.
লাডাক।




প্রশ্নঃ- ভারতের খনিজ ভাণ্ডারকোন অঞ্চলকে বলা হয় ?


উত্তরঃ- ছোটনাগপুর মালভূমি।




প্রশ্নঃ- ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশী সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?  
 উত্তরঃ-     উত্তরপ্রদেশ।