প্রিয় বন্ধু ,
আমরা আজ WBCS ২০১৮ এর প্রিলিমিনারি, মাইন্ পরীক্ষার জন্য কিছু সাম্প্র্রতিক ঘটনার প্রশ্ন উত্তর আপনাদরে কাছে তুলে ধরলাম , এগুলিতে যদি আপনাদের উপকার হয় তাহলে আমাদের খুবই ভালো লাগবে।
১। ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এর প্রথম প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?
উত্তরঃ- ২০১৭ সালে ভারতীয় ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোনকে ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন (বিআই) -এর
প্রথম প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে।
২। কোন এয়ারপোর্ট কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ
(সিআইআই) এর আয়োজিত এক সম্মেলনে এনার্জি ম্যানেজমেন্টে 'এক্সেলেন্স' জাতীয় পুরস্কার পেয়েছে?
উত্তরঃ- হায়দরাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ
(সিআইআই) -এর আয়োজিত এক সম্মেলনে এনার্জি ম্যানেজমেন্টে 'এক্সেলেন্স' জাতীয় পুরস্কার পেয়েছে।
৩। কে ২০১৭ সালে সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন ?
উত্তরঃ- কানকানি লেখক মহাবালেশ্বর সেল তাঁর উপন্যাস হথন -এর জন্য সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন ।
৪। কোন সংস্থা ২০১৭ সালে প্রতিভাবান জাতীয় খেলা উৎসব পুরস্কার পান ?
উত্তরঃ- রিলায়েন্স ফাউন্ডেশনকে রাষ্ট্রপতি ভবনে প্রতিভাবান জাতীয় খেলা উৎসব পুরস্কার প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান নিতা আম্বানিরাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে পুরস্কারটি সংগ্রহ করেছেন।
৫। বিজ্ঞান শ্রেষ্ঠত্বের জন্য উড়িষ্যা সরকাকর থেকে বিজু পাটনাইক পুরস্কার কে পান
উত্তরঃ- উড়িষ্যার মুখমন্ত্রী নবীন পট্টনায়ক ২01৭ সালে বিজ্ঞান শ্রেষ্ঠত্বের জন্য বিজু পাটনাইক পুরস্কার প্রদান করেন ।দিগম্বর বেহেরা চন্ডীগড়ের সিনিয়র অধ্যাপক
এবং প্রধান,
পলমনারির মেডিসিন বিভাগ, স্নাতকোত্তর ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন
অ্যান্ড রিসার্চ (পিজিআইএমআর) এই পুরস্কার পান।
৬। সম্মানিত কৃষি নেতৃত্বের পুরস্কার ২০১৭ সালে কাকে দাওয়া হয়েছে ?
উত্তরঃ- তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে সম্মানিত কৃষি নেতৃত্বের পুরস্কার -২017 নির্বাচিত করা হয়েছে। কৃষক ও কৃষি খাতের কল্যাণে তাঁর উদ্ভাবনী সেবা
প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে মনোনীত করা হয়েছে।
৭। কে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব কর্তৃক তার প্রতিষ্ঠাতা দিবসে সর্বোচ্চ পুরস্কার, ভারত গৌরবসম্মানিত হয়েছিলেন ?
উত্তরঃ- ভারতের প্রাক্তন হকি অধিনায়ক ধনরাজ পিল্লাই ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব কর্তৃক তার প্রতিষ্ঠাতা দিবসে সর্বোচ্চ পুরস্কার, ভারত গৌরবসম্মানিত হয়েছিলেন ।
৮। ভারত 22 অক্টোবর 2017 উপর ফাইনাল 2017 এশিয়া
কাপ হকি শিরোনাম জয় করার জন্য কোন দেশ কে পরাজিত করেছেন ?
উত্তরঃ- মালয়েশিয়া, ২২ অক্টোবর, ২017 তারিখে
ভারত মালয়েশিয়াকে ২-1 গোলে হারিয়ে ফাইনালে জয় লাভ করেছে। প্রতিযোগিতায়
জয়লাভের জন্য 10 বছর অপেক্ষা করে। চেন্নাইতে ২007 সালে ভারত শেষ শিরোপা জিতেছিল।
৯। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1 9 অক্টোবর ২017
তারিখে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের জওয়ানদের সাথে কোথায় দিওয়ালি উদযাপন করেন ?
উত্তরঃ- জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল (এলওসি)
কাছাকাছি গুয়েরেজ উপত্যকায় গুরজ ভ্যালি তে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের জওয়ানদের সঙ্গে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিওয়ালি উদযাপন করেছেন।
১০। কে 14 অক্টোবর 2017 পরবর্তী ইউনেস্কো প্রধান
হিসেবে নির্বাচিত হন ?
উত্তরঃ- প্রাক্তন ফরাসি সংস্কৃতি মন্ত্রী অড্রি আজলাই, 14 অক্টোবর 2017 জাতিসংঘের শিক্ষাবিষয়ক বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক
সংগঠন (ইউনেস্কো) -এর পরবর্তী প্রধান নির্বাচিত হন।
0 comments:
Post a Comment