Saturday, 28 October 2017

Indus Civilization - সিন্ধু সভ্যতা





HISTORY OF INDIA

সিন্ধু সভ্যতা
LIKE OUR FACEBOOK PAGE



প্রশ্ন:- সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিলো ?
উত্তর:-  সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিলো কৃষিকাৰ্য


প্রশ্ন:- মহেন-জো- দাড়ো কথাটির অর্থ কি ?
উত্তর:- মহেন-জো- দাড়ো কথাটির অর্থ মৃতের স্তূপ


প্রশ্ন:- কোন ধাতুর ব্যাবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিলো ?
উত্তর:- লোহার ব্যাবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিলো  ।


প্রশ্ন:-  সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহৃত বিশাল স্নানাগারটির নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উত্তর:- সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহৃত বিশাল স্নানাগারটির নিদর্শন মহেন-জো- দাড়োতে পাওয়া গেছে  ।


প্রশ্ন:- সিন্ধু সভ্যতার কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায় না ?
উত্তর:-  সিন্ধু সভ্যতার ঘোড়ার  কোনো উল্লেখ পাওয়া যায় না  ।
আরো জানতে এখানে ক্লিক করুন

প্রশ্ন:- সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেন-জো- দাড়োর প্রত্নতাত্বিক আবিষ্কার প্রথম কে করেন ?
উত্তর:-  সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেন-জো- দাড়োর প্রত্নতাত্বিক আবিষ্কার প্রথম রাখালদাস বন্দ্যোপাধ্যায় করেন  ।


প্রশ্ন:- কোথায় প্রভুর সঙ্গে কুকুরকে কবর দেওয়ার প্রমান মিলেছে ?
উত্তর:- রূপারে প্রভুর সঙ্গে কুকুরকে কবর দেওয়ার প্রমান মিলেছে ।


প্রশ্ন:- সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি ?
উত্তর:- সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম লোথাল


প্রশ্ন:- হরপ্পা কে আবিষ্কার করেন ?
উত্তর:- দয়ারাম সাহানি হরপ্পার আবিষ্কার করেন করেন   ।


প্রশ্ন:- সিন্ধু সভ্যতার কোথায় বিশাল শস‍্যাগারটির নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উত্তর:-  সিন্ধু সভ্যতার হরপ্পায় বিশাল শস‍্যাগারটির নিদর্শন কোথায় পাওয়া গেছে।


প্রশ্ন:-  সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙ্গল ব্যাবহারের নিদর্শন পাওয়া গেছে ?
উত্তর:- সিন্ধু সভ্যতার  কালিবঙ্গানএ  কাঠের তৈরি লাঙ্গল ব্যাবহারের নিদর্শন পাওয়া গেছে  ।


প্রশ্ন:-  সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলোর মধ্যে কোনটি রাজস্থানে অবস্থিত ?
উত্তর:-      সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলোর মধ্যে কালিবঙ্গান রাজস্থানে অবস্থিত ।


প্রশ্ন:-হরপ্পায় বাটখারাগুলো কেমন ছিলো?
উত্তর:-  হরপ্পায় বাটখারাগুলো  আয়তাকার ছিল ।

প্রশ্ন:- হরপ্পায় সিলমোহরগুলো  কেমন ছিলো?
উত্তর:-  হরপ্পায় সিলমোহরগুলো    চুতুর্ভুজাকার আয়তাকার ছিলো ।

প্রশ্ন:- কোন প্রত্নতাত্বিক ক্ষেত্রটিকে ' হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার ' বলা হয় ?
উত্তর:- ধোলাভিরা ক্ষেত্রটিকে ' হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার ' বলা হয় ।

প্রশ্ন:-  হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ?
উত্তর:- হরপ্পা সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা 

প্রশ্ন:-  হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল ?
উত্তর:- প্রকৃতিগত ভাবে হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা হলেও হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক ?
উত্তর:- হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতার সমসাময়িক 

প্রশ্ন:- হরপ্পা কোথায় অবস্থিত ?
উত্তর:- হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায় অবস্থিত  


0 comments: