Friday, 27 October 2017

Vedic civilization - বৈদিক সভ্যতা





HISTORY OF INDIA

বৈদিক সভ্যতা 








প্রশ্ন:- আর্যরা প্রথম কবে ভারতে আসে ?
উত্তর:- আনুমানিক ,৫০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে আসে।

প্রশ্ন:- আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে ?
উত্তর:- উত্তর ভারতের সিন্ধু নদের পাঁচটি উপনদী, সরস্বতী এবং উচ্চ গাঙ্গেয় উপত্যকায় সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম ভারতে বসতি স্থাপন করে 

প্রশ্ন:- আর্যদের ব্যাবহৃত দুটি মুদ্রার  নাম কী  কী ?
উত্তর:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম হল নিষ্ক ও মনা  

প্রশ্ন:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?

উত্তর:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ 

প্রশ্ন:- ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ?

উত্তর:- ভারতের প্রাচীনতম সাহিত্য হল বেদ 

প্রশ্ন:- বেদের অপর নাম কী ?
উত্তর:- বেদের অপর নাম শ্রুতি 

প্রশ্ন:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
উত্তর:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ নাম ঋকবেদ 


প্রশ্ন:- বৈদিক সভ্যতার স্রষ্টা কারা  ?
উত্তর:- বৈদিক সভ্যতার স্রষ্টা হল আর্যরা 

প্রশ্ন:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ?
উত্তর:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি 

প্রশ্ন:-  বেদের শেষ ভাগের নাম কী ?
উত্তর:- বেদের শেষ ভাগের নাম  অথর্ব 

প্রশ্ন:-  বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?
উত্তর:- উপনিষদ কে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় 

প্রশ্ন:-  বেদ কবে রচিত হয় ?
উত্তর:- আনুমানিক  খ্রিষ্টপূর্ব ১,৫০০ - ১০০০ অব্দের মধ্যে বেদ রচনা করা হয়  
প্রশ্ন:- বেদের কয়টি ভাগ আছে ও কী কী  ?
উত্তর:- বেদের চারটি ভাগ আছে - যথা ঋক,সাম,যজু, ও অথর্ব 


প্রশ্ন:-   চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম করো ?
উত্তর:- চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম বেদাঙ্গ 

প্রশ্ন:- প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ?
উত্তর:- প্রত্যেক বেদের চারটি অংশ , যথা: সংহিতা , ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত 

প্রশ্ন:-  বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম করো ?
উত্তর:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হল অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা প্রভৃতি 

প্রশ্ন:- উপনিষদ কী ?


উত্তর:- উপনিষদ হল বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ 

প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ?
উত্তর:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য 

প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কী ?
উত্তর:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাসাশ্রম 

প্রশ্ন:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কী ?
উত্তর:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম নিষ্কমনা 


প্রশ্ন:-  গৃহপতি বা কুলপা কাকে বলা হত ?
উত্তর:- বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুলপা বলা হত 

প্রশ্ন:- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল ?
উত্তর:- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গরু 

প্রশ্ন:-  আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল ?
উত্তর:- আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল গরু 

প্রশ্ন:- ঋকবেদে বলি শব্দটি কী অর্থে ব্যবহৃত হত ?
উত্তর:- ঋকবেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহৃত হত 

প্রশ্ন:- বৈদিক যুগের দুটি জনসভার নাম করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত ?
উত্তর:- সভা ও সমিতি -নামে দুটি জনসভা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত 

প্রশ্ন:- বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল ?
উত্তর:- বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত 

প্রশ্ন:- দশরাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে ?
উত্তর:-দশরাজার যুদ্ধ কাহিনী ঋকবেদে লিপিবদ্ধ আছে।

প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগের দু-জন বিদুষী নারীর নাম করো ?
উত্তর:- পরবর্তী বৈদিকযুগের দু-জন বিদুষী নারীর নাম হল মৈত্রেয়ী ও গার্গী 

প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগে উদ্ভুত দুটি নগরের নাম করো ?
উত্তর:- পরবর্তী বৈদিকযুগে উদ্ভুত দুটি নগরের নাম হস্তিনাপুর ও কৌশাম্বী 

প্রশ্ন:- প্রাচীন ভারতের  কোন যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে ?
উত্তর:- প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে