প্রশ্নঃ- খড়্গপুর রেল কারখানা তৈরী হয় কত সালে ?
উত্তরঃ- ১৯০০ সালে।
প্রশ্নঃ- কোন রাজ্যটি সর্বাপেক্ষা শিল্পানোত্ত রাজ্য ?
উত্তরঃ- গুজরাট।
প্রশ্নঃ- ১৯৬০ সালে সরকারিভাবে প্রথম ভারী বিদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা কোথায় গড়ে ওঠে ?
উত্তরঃ- দুর্গাপুরে।
প্রশ্নঃ- ডিজেল লোকোমোটিভ ওর্কাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ- উত্তর প্রদেশ আর বারানসিতে।
প্রশ্নঃ- উপকূলভাগে অবস্থিত একমাত্র লোহাইস্পাত কেন্দ্রটি কি ?
উত্তরঃ- বিশকাপত্তনম।
Click here for more
প্রশ্নঃ-ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয় ?
উত্তরঃ- ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের তাপ বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয় ।
প্রশ্নঃ-হুগলী
শিল্পাঞ্চলের কোথায় জাহাজ নির্মাণ কারখানা রয়েছে ?
উত্তরঃ- গার্ডেনরিচ
প্রশ্নঃ- জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা(N.T.P.C) কত সালে গঠিত হয়েছে ?
উত্তরঃ- জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) ১৯৭৫ সালে গঠিত হয়েছে ।
. প্রশ্নঃ-পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন
শিল্পের জন্য বিখ্যাত?
উত্তরঃ-লোকোমোটিভ। প্রশ্নঃ-. ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তরঃ-. ১৮৩০, তামিলনাড়ুর পোর্টোনোভা ।
প্রশ্নঃ-. বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরী সহযোগিতায় গড়ে তোলা হয়েছে ?
উত্তরঃ-. পূর্বতন সোভিয়েত ইউনিয়্ন ।
প্রশ্নঃ- ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি ?
উত্তরঃ- TISCO জামসেদপুর ।
প্রশ্নঃ-. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
উত্তরঃ-. পশ্চিম জর্মানী ।
প্রশ্নঃ-. ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
উত্তরঃ-. পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ।
প্রশ্নঃ-. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ-. ঘুসুড়ি ।
প্রশ্নঃ-. কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় ?
উত্তরঃ-. আহমেদাবাদ ।
প্রশ্নঃ- ভারতের সবচেয়ে
পুরাতন তৈলক্ষেত্র কি ?
উত্তরঃ- ডিগবয়
প্রশ্নঃ-. ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা ?
উত্তরঃ-. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়াকর্স ।
প্রশ্নঃ-. ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ?
উত্তরঃ-. উত্তরপ্রদেশের বারাণসী ।
প্রশ্নঃ-. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?
উত্তরঃ-. তামিলনাড়ুর পেরাম্বুর ।
প্রশ্নঃ-. পশ্চিমবঙ্গের ‘জেসপ এ্যান্ড কোং’ নাম সরকারী সংস্থায় কী তৈরী হয় ?
উত্তরঃ-. মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি ।
প্রশ্নঃ--. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি ?
উত্তরঃ-. বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড ।
.প্রশ্নঃ-ও.এন.জি.সি. পুরো কথাটি কি ?
উত্তরঃ- অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কমিশন
প্রশ্নঃ-. ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
উত্তরঃ-. গুজরাট ।
প্রশ্নঃ-. ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তরঃ-. পশ্চিমবঙ্গের রিষড়ায় ।
প্রশ্নঃ-ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তরঃ- মৌভাণ্ডার ।
প্রশ্নঃ-. ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরীর কারখানাটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- সিন্ধ্রীতে ।
প্রশ্নঃ- ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল ) গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত ?
উত্তরঃ- আনন্দ ও হিম্মত নগর ।
প্রশ্নঃ- ‘অলিফিন কমপ্লেক্স’ কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তরঃ- পেট্রোকেমিক্যালশিল্প ।
প্রশ্নঃ- ভারতের সবচেয়ে বড় জাহাজ প্রস্তুতকারী কোম্পানি কোনটি ?
উত্তরঃ- হিন্দুস্থান শিপইয়ার্ড ।
প্রশ্নঃ- ভারতের বৃহত্তম পেট্রোলিয়ায় কমপ্লেক্সটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ বরোদা ।
প্রশ্নঃ- ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তরঃ- শ্রীরামপুরে ।
প্রশ্নঃ- ভারতের বৃহত্তম টায়ার নির্মান কারখানা ‘ডানলপ ইন্ডিয়া লিমিটেড” কোথায় অবস্থিত ?
উত্তরঃ- সাহাগঞ্জে ।
প্রশ্নঃ- ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- কোচিনে ।
প্রশ্নঃ- রাউরকেল্লা ও দূর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা
পরিকল্পিত হয় ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ?
উত্তরঃ- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
উত্তরঃ- কানপুর ।