Friday, 24 November 2017

WBCS CURRENT AFFAIRS PART 2












প্রিয় বন্ধু ,

 
আমরা আজ WBCS ২০১৮ এর  প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিছু সাম্প্র্রতিক ঘটনার প্রশ্ন উত্তরের  দ্বিতীয়  পাঠটি আপনাদরে কাছে তুলে ধরলাম , এগুলিতে যদি আপনাদের উপকার হয় তাহলে আমাদের খুবই  ভালো লাগবে। 





১। নয়া দিল্লীতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ?

 উত্তরঃ-    অভিজ্ঞ অভিনেত্রী শর্মিলা ঠাকুর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। চলচ্চিত্রের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ৭২ বছর বয়সী অভিনেত্রী  নয়া দিল্লীতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক স্বীকৃতি লাভ করেন 



২।  কে ১৭ তম লন্ডন গ্লোবাল কনভেনশন এ লন্ডনে একটি সম্মেলনে জনসাধারণের পরিষেবা এবং অর্থনৈতিক পরিবর্তন 'গ্লোবাল লিডারশিপবিভাগের অধীনে গোল্ডেন পিকক  পুরস্কার পেয়েছেন ?

উত্তরঃ-     অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ১৭ তম লন্ডন গ্লোবাল কনভেনশন এ লন্ডনে একটি সম্মেলনে জনসাধারণের পরিষেবা এবং অর্থনৈতিক পরিবর্তন 'গ্লোবাল লিডারশিপবিভাগের অধীনে গোল্ডেন পিকক  পুরস্কার পেয়েছেন।




৩।  কারা সাউথ আফ্রিকার গবেষকরা এইচআইভি / এইডস-এর ক্ষেত্রে তাদের অসাধারণ অবদানের জন্য বাল্টিমোরের ইনস্টিটিউট ফর হিউম্যান ভিরোলজি (আইএইচভি) একটি সম্মানজনক পুরস্কার পেয়েছেন ?

উত্তরঃ-      ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক সালিম আবদুল করিম এবং কাতারাইয়া আবদুল করিমকে  সাউথ আফ্রিকার গবেষকরা এইচআইভি / এইডস-এর ক্ষেত্রে তাদের অসাধারণ অবদানের জন্য বাল্টিমোরের ইনস্টিটিউট ফর হিউম্যান ভিরোলজি (আইএইচভি) একটি সম্মানজনক পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন     



 ৪।  ASI -ASQ  সার্ভেয়ে ২.৫ মিলিয়ন যাত্রীর ক্যাটাগরিতে কোন কোন  বিমানবন্দর প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে ?

উত্তরঃ-      ASI -ASQ  সার্ভেয়ে ২.৫ মিলিয়ন যাত্রীর ক্যাটাগরিতে জয়পুর ও শ্রীনগর বিমানবন্দর প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ড গুরুপ্রসাদ মহাপাত্র, মরিশাসে অনুষ্ঠিত ফাংশনে ASI -ASQ এর  পুরস্কার গ্রহণ  করেন।


 ৫।  কে কে লতা মঙ্গেশকর পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছেন ?

উত্তরঃ-     প্লেব্যাক গায়ক আলকা ইয়াগিনিক এবং উদিত নারায়ণ  লতা মঙ্গেশকর পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।


৬।  কে ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন?

উত্তরঃ-      মার্কিন লেখক জর্জ সান্ডার্স ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন।  


৭।  নভেম্বর ২০১৭  সময় কোন শহরে ভারত থেকে তৃতীয় শহর সঙ্গীত তার অবদানসমূহের জন্য ইউনেস্কো ক্রিয়েটিভ শহর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করার হয়েছিল 

উত্তরঃ-                      নভেম্বর ২০১৭  সময় চেন্নাই ভারত থেকে তৃতীয় শহর সঙ্গীত তার অবদানসমূহের জন্য ইউনেস্কো ক্রিয়েটিভ শহর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করার হয়েছে। 



৮।  এক্সপ্রেস ট্রেন যেটি   নভেম্বর২০১৭ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতা ও বাংলাদেশের  খুলনা মধ্যে উদ্বোধন করা হয় এর নাম কি?


 উত্তরঃ-       "বন্ধন এক্সপ্রেস"   ,       খুলনা(বাংলাদেশে) সঙ্গে কলকাতার সংযোগ স্থাপন আর জন্য     ৯ নভেম্বর ২০১৭ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এই ট্রেনে উদ্বোধন করেন।



৯।  নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক চালু প্রথম Gender Vulnerability Index  (জিভিআই) এর ফলাফল অনুযায়ী ভারতের কোন রাজ্য মহিলাদের  সবচেয়ে নিরাপদ স্থান  ?


 উত্তরঃ-       ভারতের সবচেয়ে নিরাপদ রাজ্য গোয়ায়,
তারপর কেরালা, মিজোরাম, সিকিম এবং মণিপুর। এই প্রথমবারের মতো Gender Vulnerability Index   (GVI) যে পরিকল্পনা ভারত দ্বারা প্রস্তুত করা হয় এবং  নভেম্বর ২০১৭ উপর নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত প্রকাশিত হয়।

রাজ্যগুলি যেখানে নারী ও মেয়েদের সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ইউপি এবং দিল্লি।


০।      কোনটি পণ্যআফগানিস্তানে   রপ্তানি করার জন্য  ইরানের চাবাহার  পোর্ট  মাধ্যমে নতুন রুট ব্যবহার করে  প্রথম চালান ওঠে ভারত থেকে তার চালানের শুরু করেন ২৯ অক্টোবর ২০১৭?

উত্তরঃ-       আফগানিস্তানে   গম রপ্তানি করার জন্য   ইরানের চাবাহার  পোর্ট  মাধ্যমে নতুন রুট ব্যবহার করা  হয়।  



0 comments: